স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে পানিতে ডুবে শাহাদাত হোসেন (১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁওয়ে ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও গ্রামের শাহ আলমের পুত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে শিশু শাহাদাত হোসেন খেলার ছলে বসতবাড়ি সংলগ্ন ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ডোবায় শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।