স্টাফ রিপোর্টার ::
হাওরের জীবন-জীবিকার সংগ্রাম নিয়ে নাটক “আফাল”-এর দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে থিয়েটার সুনামগঞ্জের পরিবেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমেদ, থিয়েটার, সুনামগঞ্জের উপদেষ্টা শেখ রবিউল ইসলাম পুলক, সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান।
দেওয়ান গিয়াস চৌধুরীর রচনা ও নির্দেশনায় নাটকে অভিনয় করেন তাজকিয়া হক তাজিন, দেওয়ান গিয়াস চৌধুরী, দীপান্বিতা দে হিয়া, সনি চন্দ, ফারজিয়া হক ফারিন, তামিম রায়হান, সোহানুর রহমান সোহান, জাহানারা আক্তার হাসনা, ঐশিক দাস তাথৈ, ফরিদুল ইসলাম সুহেল, মৌসুমী মৌ, সুরাইয়া জান্নাত, পার্থ সাহা রকি, অলিদ হাসান তানভির, জাহিদুল ইসলাম, বায়েজিদ আল সামায়ূন, শাহী রহমান বাদশা, মেহেদী হাসান, কাঞ্চন দাস, মাজহারুল ইসলাম শিপন, তামিমুল ইসলাম নাঈম, কাশেম আল আজাদ, অন্যা বর্মণ, এস এম আবু নাহিম, সায়মন হাসান ও জাহিদ হাসান।