স্টাফ রিপোর্টার ::
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে যন্ত্রসংগীতে ‘গ’ গ্রুপে বৃহত্তর সিলেটের ‘বিস্ময় বাঁশি বালক’ খ্যাত সাগ্নিক তালুকদার ২০২২-এর জাতীয় প্রতিযোগিতায় ২য় এবং ২০২৩-এর জাতীয় প্রতিযোগিতায় ৩য় হয়েছে। সাগ্নিক তালুকদার সুনামগঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সুব্রত তালুকদার সজলের ছেলে ও সুনামগঞ্জের লেখক গবেষক এবং রাজনীতিবিদ অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপলের ভাতিজা। জাতীয় পর্যায়ে টানা দুই বছরের প্রতিযোগিতায় সুনামগঞ্জকে যন্ত্রসঙ্গীতে পুরস্কার এনে দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা। যন্ত্রসঙ্গীতে সুনামগঞ্জকে জাতীয়ভাবে সম্মানিত করায় অন্য শিশুরাও আগামীতে অনুপ্রাণিত হয়ে সুনামগঞ্জকে নতুন উচ্চতায় আসীন করবে বলে মনে করছেন তারা।
সাগ্নিক তালুকদারের এই কৃতিত্বে সে তার বিভিন্ন পর্যায়ের সঙ্গীতগুরুসহ পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আগামীতে আরো ভালো করতে সবার প্রার্থনা কামনা করেছে।