স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে হারেছ মিয়া (২৫) নামের অটোরিকসা চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের আব্দুল গণির পুত্র। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, হারেছ মিয়া পার্শ্ববর্তী চকিয়াচাপুর গ্রামে এক স্বজনের বাড়িতে তাঁর অটোরিকসাটি বুধবার রাত সাড়ে ১০টার দিকে চার্জে দেন। রাত সোয়া ১২টার দিকে অটোরিকসাটি চার্জ হচ্ছে কি না, তা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।