শাল্লা প্রতিনিধি ::
শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজার থেকে ৭৫ বস্তা অবৈধ চিনি জব্দ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে সাতপাড়া বাজার থেকে যাত্রীবাহী একটি নৌকা থেকে এসব চিনি জব্দ করা হয়।
জানা যায়, দিরাই উপজেলার শ্যামারচর বাজার থেকে নৌকাটি আজমিরিগঞ্জ উপজেলায় যাত্রীসহ ৭৫ বস্তা চিনি নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে নৌকাটি আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের নেতৃত্বে ওই নৌকা থেকে এসব অবৈধ চিনি জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
শ্যামারচর বাজারের নৌকাঘাট ইজারাদার কামরুল ইসলাম জানান, সম্ভবত ভোরবেলা এসব চিনি আজমিরিগঞ্জের নৌকায় উঠানো হয়েছে। তবে কোন ঘাট থেকে নৌকায় উঠানো হয়েছে এবিষয়ে আমি কিছুই জানিনা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, সাতপাড়া বাজার থেকে ৭৫ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এসব চিনির মালিক কে তা জানা যায়নি। নৌকায় নারী-পুরুষ ও প্রতিবন্ধী যাত্রী ছিল। ফলে নৌকাটি আটক করা সম্ভব হয়নি। তাছাড়া নৌকার চালকরা এসব চিনির বস্তার বিষয়ে কিছুই বলতে পারেনি।