স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহের নির্দেশনায় গত মঙ্গলবার (২৫ জুলাই) সিনিয়র সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর ও শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ আহমদ চৌধুরীর যৌথ নেতৃত্বে শান্তিগঞ্জ থানা পুলিশ ও সুনামগঞ্জ পুলিশ লাইন্স থেকে আগত পুলিশের অফিসার ফোর্স পৃথক অভিযান চালিয়ে শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ, সাপেরকোণা, রনসী, ঘোড়াডুম্বুর, পিঠাপশি, শ্রীরামপুর, আসামমোড়া, জাহানপুর, হাসনাবাজ, উপ্তিরপাড়সহ দাঙ্গাপ্রবণ গ্রামসমূহে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় রামদা, ঢাল, সুলফি, টেঁটা, বল্লম, কুচা, লাঠিসহ বিভিন্ন ধরনের শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ আহমদ চৌধুরী জানান, দাঙ্গাপ্রবণ এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।