1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

এডাব’র সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) জেলা শাখার আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার বিআরডিবি হল রুমে এডাব জেলা কমিটির সভাপতি নির্মল ভট্টাচার্য্য-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর আলম।
এডাব জেলা কমিটির সাধারণ স¤পাদক মো. মিজানুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।
উন্মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকসই গ্রাম উন্নয়ন সমিতির পরিচালক ও হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলন, জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মুজিবুর রহমান, তানভীর আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ম, লিঙ্গ, জাতি, অর্থনৈতিক অবস্থা, জন্মস্থান, বাসস্থান ইত্যাদি নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককে সমানভাবে দেখতে হবে। পাশাপাশি সবার সমান সুযোগ-সুবিধা ও সমান অধিকার নিশ্চিত করতে হবে। বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশে সংবিধান ও আইনগতভাবে দেশের সকল নাগরিকের সমান অধিকার স্বীকৃত থাকলেও বাস্তবে অনেক নাগরিকই সমান অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে সমান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, হতদরিদ্র, দুর্গম অঞ্চলের মানুষ, জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ ব্যক্তি, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী ও দলিত সমাজের মানুষজন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com