দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে বর্ণিল আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বর্ণাঢ্য র্যালি দিরাই পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও মৎস্য খামারি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী প্রমুখ।
সভায় কার্প মাছ উৎপাদনে সফল মৎস্য খামারি হিসেবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, তেলাপিয়া মাছ চাষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী ও পাঙ্গাশ মাছ চাষে সফল মৎস্য খামারির মনোনিত হন ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে তাদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।