জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে নৌ র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন নদীতে নৌ র্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।