ছাতক প্রতিনিধি ::
ছাতকে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক ও অভিভাবকদের জন্য “পুষ্টি ও পরিবেশ সচেতনতা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরের জামান চৌধুরী।
মঙ্গলবার দুপুরে উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ও ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল-হোসাইনের পরিচালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিঞা, খুরমা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিস¤পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুমন আচার্য, মনিটরিং কর্মকর্তা রাজিব কুমার রায়, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট শাহরিয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিপলু আহমদ, ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রতিদিন দুধ খাওয়ানোর জন্য উপজেলা প্রাণিস¤পদ অফিস এ কর্মসূচি গ্রহণ করে। এটি একটি পাইলট প্রকল্প।