শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে ৯টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এসময় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আমরোজ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহিত হয়েছেন। নিহত আমরোজ মিয়া চিকারকান্দি গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। সোমবার (২৪ জুলাই) রাতে চিকারকান্দি গ্রামের হাজীবাড়িতে মো. তারিছ মিয়া (৮০) টিনের চালা বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ জুলাই) রাত ২টায় চিকারকান্দি গ্রামের মো. তারিছ মিয়ার টিনের চালার বসতঘরে প্রথমে আগুনের শুরু হয়। পরে সেই আগুন আশপাশের ৯টি বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় আমরোজ মিয়া তার বসতঘর সংলগ্ন বিদ্যুতের লাইন লোহার দা দিয়ে বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অগ্নিকা-ে ৯টি বসতঘরের প্রায় ৮০০ মণ আমন ধান পুড়ে যায়। এছাড়া ৫০/৬০টি হাঁস-মুরগী ও কয়েকটি গরুও আগুনে পুড়ে মারা যায়। দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টা করে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস, স্থানীয় পুলিশ প্রশাসন ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে পুড়ে ৯টি পরিবারের ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
এদিকে অগ্নিকা-ের খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ আহমদ চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর ধর, সাধারণ স¤পাদক হাসনাত হোসেন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২ হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।