স্টাফ রিপোর্টার ::
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শাল্লায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলার পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য স¤পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সজীব হাওলাদার, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাশ মিল্টন, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, শিক্ষক উদয় শংকর বৈষ্ণব, আব্দুল কাদের, সূর্যকান্ত রায়, পাপড়ি তালুকদার প্রমুখ।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধনী মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাছের প্রজননের সময় মা মাছ নিধন করা যাবে না। কারেন্টের জাল ব্যবহার করা যাবে না, খাল-বিল শুকানো যাবে না। এসব বন্ধ করতে হলে আইনের পাশাপাশি মানুষকে সচেতন করা প্রয়োজন। হাওরাঞ্চল সুস্বাদু মাছের জন্য অন্যতম একটি অঞ্চল। এ উপজেলায় প্রতি বছর ১৪ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এতে উপজেলার চাহিদা রয়েছে ৪ হাজার মেট্রিক টন। বাকি ১০ হাজার মেট্রিক টন মাছ দেশের অন্যান্য অঞ্চলে রপ্তানি করা হয়।