জামালগঞ্জ প্রতিনিধি ::
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে জামালগঞ্জে মৎস্য স¤পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি ওয়ালী উল্ল্যাহ সরকার, যুগ্ম সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন। প্রান্তিক মৎস্যচাষীদের মধ্যে বক্তব্য রাখেন আবু সায়েম প্রমুখ।