স্টাফ রিপোর্টার ::
আগামী ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সভায় ওইদিন ১২ জন দরিদ্র মধ্যে সেলাই মেশিন বিতরণ করা, শিশু পরিবারে অনুষ্ঠান করা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করার সিদ্ধান্ত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করীম, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোশারফ হোসেন, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক এ জে এম রেজাউল আলম, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ নুর আলম, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সাইফুল হাসান প্রমুখ।