দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রান্তিক মৎস্যচাষীদের সাথে মতবিনিময় ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা সহকারী কমিশনার জনি রায়, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল প্রমুখ।