স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের ডিডিআর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যাজার বিভুধান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসাইন, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, ওয়ার্ল্ড ভিশন ডেপুটি ডাইরেক্ট মঞ্জুমারিয়া পালমা, সিনিয়র ম্যানেজার সিলেট এরিয়া সমন্বয়ক কাজল ধং, টেকনিক্যাল ম্যানেজার ডা. সন্তোষ কুমার দত্ত প্রমুখ।