জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, সাংবাদিক আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, মৎস্যচাষী মইন উদ্দিন প্রমুখ।
এতে মৎস্য অফিসের রফিকুল ইসলাম, বিআরডিবি অফিসের শফিকুর রহমান, তথ্য অফিসের আবদুল কাফি, হরিপদ দাস, উপেন্দ্র দাস, মুসলিম উদ্দিন, বকুল দাস, আবদুস সালাম, আবিদ মিয়া, আইন উদ্দিন, জহুর আলী, দিলোয়ার হোসেন, আবদুল মনাফ সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা মৎস্য চাষী ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন।