এমসি কলেজে স্থাপন হচ্ছে প্রতিষ্ঠাতা রাজা গিরিশচন্দ্রের ম্যুরাল
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রধান ফটকের সামনে কলেজের প্রতিষ্ঠাতা রাজা গিরিশচন্দ্র রায় এর ম্যুরাল স্থাপন কাজ শুরু হয়েছে। এমসি এইচএসসি ৯১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দের অর্থায়নে শনিবার (২২ জুলাই) বিকেলে রাজা গিরিশচন্দ্র রায়ের ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে এইচএসসি ’৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল আহাদ-এর সঞ্চালনায় আলোচনা পর্বে সবাই যার যার পরিচিতি প্রদান করেন ও অভিমত ব্যক্ত করেন। বক্তারা তাদের বক্তব্যে ম্যুরাল স্থাপন কাজটা যেন নির্বিঘেœ সুন্দরভাবে সমাপ্ত হয় এবং কলেজের সার্বিক পরিস্থিতিরও যেন উন্নয়ন হয় সেই আশাবাদ ব্যক্ত করেন। এইচএসসি ’৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায় তার বক্তব্যে ম্যুরাল নির্মাণকাজের আদ্যোপান্ত তুলে ধরে বর্তমান ও প্রাক্তন মুরারিয়ানদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কলেজ কর্তৃক ম্যুরাল স্থাপন বিষয়ক কমিটির আহ্বায়ক দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আজাদ আতিকুর রহমান ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধনে উপস্থিত থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজের আহ্বানে ম্যুরাল নির্মাণকাজের অগ্রপথিক সিলেটের সাংস্কৃতিক কর্মকা-ের পুরোধা ব্যক্তিত্ব অকাল প্রয়াত মিশফাক আহমেদ মিশু-এর বিদেহী আত্মার শান্তি কামনা করে একমিনিট নীরবতা পালন করা হয়। অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ তার বক্তব্যে ম্যুরাল নির্মাণকাজের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। শতবছরের ঐতিহ্যবাহী এই কলেজের প্রতিষ্ঠাতার ম্যুরাল নির্মাণকাজের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে তাঁর ভালোলাগার বিষয়টি সবার সাথে শেয়ার করেন। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সেই স্বপ্নীল বাংলাদেশের স্মার্ট নাগরিক তৈরির প্রক্রিয়ার সাথে বুদ্ধি, পরামর্শ দিয়ে মুরারিচাঁদ কলেজের সাথে স¤পৃক্ত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। – সংবাদ বিজ্ঞপ্তি