স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ ৩ জন গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১২টায় দোয়ারাবাজার থানাধীন দ্বীনেরটুক গ্রামের রাস্তায় পুলিশ অভিযান চালিয়ে ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মো. রুবেল মিয়া (২৫), মো. জিয়াউল হকের পুত্র মো. মামুন মিয়া (২৩) ও মো. ছিদ্দিক আলীর পুত্র ইসলাম হোসেন (২৫)-কে গ্রেফতার করে। আটককৃত আসামিদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২০ বোতল বিদেশি মদ এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।