শাল্লা প্রতিনিধি ::
শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি আবু তালেবের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ স¤পাদক হিমেল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ, বাহাড়া ইউপি চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু, সাধারণ স¤পাদক কালীপদ রায়, সহ-সভাপতি সুব্রত কুমার দাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মামুন হাওলাদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, শাল্লা থানার এসআই অভিজিৎ সিংহ, উপজেলার ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিজিত তালুকদার, আরিফ মোহাম্মদ দুলাল, সুরঞ্জিত চৌধুরী, স্বদেশ তালুকদারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
পরিচিতি ও উন্নয়ন সভার পূর্বে উপজেলা ক্রীড়া সংস্থার সংস্কারকাজের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা আবু তালেব। পরে ফুলের মালা দিয়ে অতিথি ও কমিটির সদস্যদের বরণ করা হয়। এরপূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে পরিচিতি সভার সূচনা করা হয়।