স্টাফ রিপোর্টার ::
বুধবার (১৯ জুলাই) বিকেলবেলা। এক মোটরসাইকেল চালক সুনামগঞ্জ থেকে দুইজন যাত্রী নিয়ে বিশ্বম্ভরপুরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্টে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে ছিটকে পড়ে এবং দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত আরোহীরা খালের পানিতে ডুবে যান। তখন ওই সড়কপথে যাচ্ছিলেন বিশ্বম্ভরপুর থানায় কর্মরত পুলিশ সদস্য তানিম আহমদ, কাজী গোলাম মোস্তফা ও মোহাম্মদ গোলাম মোস্তফা। তারা দুর্ঘটনার বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক খালে নেমে খোঁজাখুঁজির পর মোটরসাইকেল আরোহীদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন এবং তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
আহতদের উদ্ধারকারী পুলিশ সদস্য তানিম আহমদ বলেন, দুর্ঘটনার দিন বিকালে আমিসহ আমার সাথে আরো দুই পুলিশ সদস্য কাজী গোলাম মোস্তফা ও মোহাম্মদ গোলাম মোস্তফা রেশন নেওয়ার জন্য সুনামগঞ্জ আসি। রেশন নিয়ে বিশ্বম্ভরপুর থানায় ফিরে যাওয়ার সময় আমাদের সামনে থাকা মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মোটরসাইকেলটি মুহূর্তের মধ্যে পাশে খালে পড়ে যায়। আমরা সাথে সাথে খালের পানিতে নেমে ডুবে যাওয়া মোটরসাইকেল চালক, মহিলা যাত্রীসহ তিন জনকে পানিতে ডুব দিয়ে দিয়ে উদ্ধার করি। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই। মোটরসাইকেল চালকের মাথায় আঘাত পেয়েছেন। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ভর্তি নেয় এবং মহিলা যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।