দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে ব্রিটিশ-আমেরিকান ইংলিশ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের ২য় তলায় এ সেন্টারের উদ্বোধন করা হয়।
কালনী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
কালনী গ্রুপের প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদের পিতা সলিম উল্লাহ’র সভাপতিত্বে ও পরিচালক মুজাহিদুল ইসলাম সর্দারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, জগদল কলেজের অধ্যক্ষ পংকজ কান্তি রায়, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন।
উপস্থিত ছিলেন দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলান, মোস্তাক মিয়া, জাফর ইকবাল প্রমুখ।