স্টাফ রিপোর্টার ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আজ শুক্রবার (২১ জুলাই) সুনামগঞ্জে আসছেন। বিকেলে তিনি সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে শিল্পকলা একাডেমি আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। সন্ধ্যায় তিনি আবারও ঢাকা চলে যাবেন।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের দফতর সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৭টায় তিনি ঢাকার হেয়ার রোডের মিনিস্টার এপার্টমেন্ট থেকে হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। বিমানযোগে তিনি সিলেটে আসবেন। সিলেটে সকাল ১০টায় কিডনী ফাউন্ডেশনের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিবেন। অনুষ্ঠানটি রোজভিউ হোটেলে অনুষ্ঠিত হবে। সেখান থেকে মন্ত্রী শান্তিগঞ্জে এসে নিজের হিজলবাড়িতে অবস্থান করবেন। বিকেল ৫টার দিকে তিনি সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিবেন। এখান থেকে রাত পৌনে ৮টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।