স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিকা)-এর ভবন সংস্কার ও মিনি পার্ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ভবন সংস্কার ও মিনি পার্ক নির্মাণের উদ্বোধন করেন।
এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)র ব্যবস্থাপনায় ও মুসলিম চ্যারিটির অর্থায়নে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, ইরা’র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, প্রোগ্রাম ডিরেক্টর মো. আশিকুর রহমান, মুসলিম চ্যারিটির মনিটরিং এন্ড এভ্যুলেশন অফিসার মো. মাসুদ রানা, প্রোগ্রাম ম্যানেজার মো. কামরুজ্জামান, ইরার প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. সোহেল রানা।
সরকারি শিশু পরিবারের ভবন সংস্কারকাজের উদ্বোধন শেষে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সুনামগঞ্জ শহরের হাছননগরে এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)র প্রধান কার্যালয় পরিদর্শন করেন।