স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে আকস্মিক বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও জরুরি সাড়াদান বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিভ্ ২ এশিয়ার আর্থিক সহযোগিতায় ও ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে অনুষ্ঠিত মহড়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইসমাইল হোসেনের পরিচালনায় ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মনসুর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তারেক হাসান ভূইয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিউটন দাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, এই মহড়ার মধ্য দিয়ে আগামী প্রজন্ম মাধ্যমে এলাকার মানুষরা উপকৃত হবে। তাছাড়া এই উদ্যোগ যারা নিয়েছেন সেটি অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়ার মধ্য দিয়ে শিশুরা এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে তাদের পরিবার-পরিজনের দুর্যোগের সময় কাজে দিবে।