ছাতক প্রতিনিধি ::
ছাতক পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে ১০৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ২৭৩ টাকা নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে ছাতক পৌরসভার সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। বাজেট সম্পর্কিত তথ্য প্রদান করেন পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজমুল হক, হাজী সালেক মিয়া, শফিকুল ইসলাম, রতœা রানী মালাকার, ছাতক পৌরসভার হিসাব রক্ষক কুলসুমা বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল আলীম, প্রেসক্লাবের অর্থস¤পাদক বিজয় রায়, সদস্য রাজ উদ্দীন, সদস্য তমাল পোদ্দার, শংকর দত্ত সহ পৌর কর্মকর্তা-কর্মচারীসহ সুধীজন।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন তহবিলে মোট আয় দেখানো হয়েছে ১০৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ২৭৩ টাকা, ব্যয় দেখানো হয়েছে ১০২ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৬০৫ টাকা।
বাজেটে বিভিন্ন আয়ের খাতের মধ্যে বিভিন্ন কর থেকে ৮ কোটি ২৪ লাখ ৫০ হাজার, ট্রেড লাইসেন্স থেকে ৫০ লাখ টাকা, লাইটিং থেকে ৪৫ লাখ ১৮ হাজার, কনজারভেন্সি থেকে ১ কোটি ৫৪ লাখ ৪১ হাজার ২শ টাকা, হাট-বাজার ইজারা থেকে ৪৫ লাখ, সিএনজি স্ট্যান্ড ইজারা থেকে ১৫ লাখ, রাস্তা উন্নয়ন কর ৫৫ লক্ষ, খেয়াঘাট ইজারা ৫০ লক্ষ, কিচেন মার্কেট-সবজি দোকান থেকে ৫ লক্ষ, বালু-পাথর আমদানি-রপ্তানি কর থেকে ৭৫ লক্ষ টাকা দেখানো হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ব্যয়ের খাত দেখানো হয়েছে পৌরসভার মেয়র-কাউন্সিলরদের বেতন-ভাতা ৩০ লাখ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ১ কোটি ৮৫ লাখ, আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিলে স্থানান্তরিত খরচ ৪৫ লাখ, পৌরসভা পরিচালিত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ৩০ লাখ, সুইপার বেতন ৮ লাখ, বিদ্যুৎ বিল ২৫ লাখ, জিএপি ১৫ লাখ, পিআরএপি ৩৬ লাখ ৫০ হাজার, রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসেবে স্থানান্তর ৫০ লাখ টাকা। এছাড়া প্রস্তাবিত বাজেটে আরও বিভিন্ন খাতে আয়-ব্যয় দেখানো হয়েছে।