1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:০২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শান্তিগঞ্জে ছাগলকাণ্ডে সালিশ : ফের মারামারিতে আহত ৩

  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে ছাগলের গায়ে কাদা মাখানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা নিষ্পত্তি করতে ডাকা সালিশে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে দুই নারীসহ ৩ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে ছাগলকা-ের ঘটনার নিষ্পত্তি করতে সালিশে বসে একজনের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে, একপক্ষের হামলায় দুই নারীসহ ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটে। ঘোড়াডুম্বুর গ্রামের আরিজ উল্লাহর ছেলে ছাত্তার মিয়ার পক্ষের আহতরা হলেন মানিক মিয়ার দুই মেয়ে আনছারুন বেগম (৩০) ও ইয়াছিরুন বেগম (২৬)। এর মধ্যে ইয়াছিরুন বেগম গর্ভবতী বলে জানিয়েছে একাধিক সূত্র। অপর আহত ব্যক্তি একই গ্রামের বাদশা মিয়ার ছেলে আমিনুর রহমান পক্ষের গিয়াস উদ্দিন (৪৫)। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন এই পক্ষের আলী হোসেন। গিয়াস উদ্দিন স¤পর্কে তার ভাই হন।
সালিশকারী এবং স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ঘোড়াডুম্বুর গ্রামে ছাগলের গায়ে কাদা লেপে দেওয়াকে কেন্দ্র আমিনুর রহমান ও ছাত্তার মিয়ার পক্ষের মধ্যে সংষর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৭জন আহত হয়েছিলেন। দু’পক্ষের মাঝে চলমান বিবাদ মিমাংসা করতে মঙ্গলবার উভয়পক্ষের সম্মতিতে একটি সালিশ ডাকা হয়। সালিশে সবকিছুই ঠিকঠাক চলছিল। আগামীতে কেউ এমন ঘটনা ঘটালে অর্থদ- করার হুঁশিয়ারিও দিয়েছিলেন সালিশি ব্যক্তিরা। শেষের দিকে দিকে ছাত্তার মিয়ার পক্ষের এক মহিলা স্বেচ্ছায় ঘটনার বর্ণনা দিতে চাইলেন। তাকে সুযোগ দেওয়া হলে তিনি অপরপক্ষের লোকদেরকে বাজেভাবে সম্মোধন করতে থাকেন এবং অপমানজনক কথা বলেন। এতেই সালিশে উপস্থিত থাকা আমিনুর রহমান পক্ষের একদল তরুণ উত্তেজিত হয়ে সালিশস্থল ত্যাগ করে ছাত্তার মিয়ার পক্ষের মানুষের বাড়িতে হামলা চালায়। ইট, পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় দু’জন নারী ও ১জন পুরুষ আহত হয়েছেন। এ সময় উপস্থিত সালিশ ব্যক্তিরাই উভয়পক্ষকে নিয়ন্ত্রণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থার স¤পূর্ণ নিয়ন্ত্রণ করে।
আমিনুর রহমানের পক্ষের লোক মো. আলী হোসেন বলেন, একজন মহিলা বাজেভাবে স্টেইটমেন্ট দেওয়া শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের লোক আহত হয়েছে। আমাদেরও একজন আহত হয়েছে। যারা মারামারি করেছে আমি তাদেরকে বকাবকি করেছি। শাসিয়েছি। আমাদের ও তাদের পক্ষের লোকজন হাসপাতালে আছেন। আগামী শনিবার আবার সালিশ হবে। আপাতত তাদের চিকিৎসা করানো হচ্ছে। সালিশের জায়গায় মারামারি হয়নি, কিছু দূরে হয়েছে। সালিশ চলাকালীণ এমন ঘটনা ঘটানো ঠিক হয়নি।
পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজিদুর রহমান মধু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিচারে ছিলাম। সবকিছু ঠিকই ছিল। একজন মহিলার বক্তব্যকে কেন্দ্র করে ছাত্তার মিয়ার পক্ষের লোকদের উপর চড়াও হয় আমিনুর রহমান পক্ষ। এটি কাম্য নয়। লজ্জার বিষয়।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম বলেন, যে মহিলা উগ্র বক্তব্য দিয়েছেন তার বক্তব্য আমরা কাউন্ট করিনি। তাকে বাদ দিয়ে অন্য কাউকে বক্তব্য দিতে বলেছি। বিচার প্রায় শেষ। পরে শুনি আমিনুর পক্ষের যুবকরা বিচারস্থল ত্যাগ করে একটু দূরে মারামারিতে লেগে যায়। আমরা আবার বিষয়টি বিচারে মানিয়েছি। দু’পক্ষ রাজি হয়েছেন। আগামী শনিবার আবার বসা হবে। আশা করি ভালভাবে শেষ হবে।
শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, আমি ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com