ধর্মপাশা প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মনাই নদীর পশ্চিমপাড় থেকে মহিবুর রহমান (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে ৯ কেজি গাঁজাসহ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। তার বাড়ি উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামে।
মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক বলেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা মহিবুর রহমান বেশ কিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছিল। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৮ কেজি গাঁজা বিক্রির জন্য পাশের কলমাকান্দা উপজেলায় নিয়ে যাওয়ার জন্য স্থানীয় মনাই নদীর পাড়ে প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন বিকেল পৌনে পাঁচটার দিকে অভিযান চালিয়ে গাঁজাসহ মহিবুরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি নৌকা জব্দ করা হয় এ ঘটনায় থানায় মামলা হয়েছে।