দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে বাংলাদেশ কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) মো. তাহের উদ্দিনকে আহ্বায়ক ও মো. বাবুল মিয়াকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি ও সদস্য সচিব বিন্দু তালুকদার এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহ্বায়ক সোনা মিয়া, আকবর আলী, মিজানুর রহমান মিজু, সোহেল আহমদ মিন্টু, বুলবুল মিয়া, সবদিল আলম, তাজুল ইসলাম, ফিরোজ আহমদ প্রমুখ।
উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাহের উদ্দিন ও সদস্য সচিব বাবুল মিয়া বলেন, উপজেলার সর্বত্র কৃষক লীগের সাংগঠনিক তৎপরতা আরও শক্তিশালী করা হবে। আমাদের উপর দায়িত্ব অর্পণ করায় জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতা কামনা করছি।