সুরমা নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সুরমা নদীতে সাঁতার কাটতে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরতলির গ্রাম জগাইরগাঁও এলাকায় সুরমা নদীতে লাশ ভেসে উঠলে প্রথমে টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দেখতে পেয়ে লাশ উদ্ধার করেন এবং সদর মডেল থানায় খবর দেন। পরে সদর মডেল থানা এসআই আবির দাস পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। নাফিস আবরার-এর লাশ শনাক্ত করার পর সদর মডেল থানায় নিয়ে আসেন। পরে নিখোঁজ হওয়া নাফিস আবরারের পিতা গাউছল আজমের কাছে ছেলে নাফিস আবরারের লাশ হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সুরমা নদীতে সাঁতার কাটতে নেমে ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী নিখোঁজ হন। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর রিভার ভিউ এলাকায় এ নিখোঁজের ঘটনা ঘটেছিল। শিক্ষার্থী নাম নাফিস আবরার (২৬)-এর বাড়ি নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গ্রামে। তাঁর বাবার নাম গাউসুল আজম।
জানাযায়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নাফিস আবরার ও তুষার রায় সুনামগঞ্জ শহরের নতুনপাড়ায় তাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। ওইদিন সন্ধ্যায় সুরমা নদীর রিভার ভিউয়ে বেড়াতে গিয়ে তারা সাঁতার কাটতে নামেন। এক পর্যায়ে নদীর স্রোতের টানে দু’জন পানিতে ভেসে যান। পরে তুষার রায়কে উদ্ধার করতে পারলেও নাফিস আরবাব নিখোঁজ হন।
টুকেরবাজার নৌ পুলিশের ইনচার্জ এসআই সোহাগ রানা বলেন, সোমবার সকাল ১০টায় জগাইরগাঁও এলাকায় সুরমা নদীতে লাশ ভেসে উঠে। তখন আমরা লাশটি উদ্ধার করে সদর মডেল থানায় খবর দেই। পরে থানা পুলিশের কাছে লাশ পৌঁছে দেই।
সদর মডেল থানার এসআই আবির দাস বলেন, নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিস আবরারের লাশ তার পিতা গাউছল আজমের কাছে হস্তান্তর করা হয়েছে।