স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে এ পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর হাসপাতালে ভর্তি শেষে চিকিৎসা নিয়ে একজন বাসায় চলে গেছেন। গত ১১ জুলাই থেকে বিভিন্ন সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তাঁরা সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুজ্বরে আক্রান্ত সকলেই পুরুষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা রাজধানী ঢাকা থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে আশার কথা হচ্ছে সুনামগঞ্জ এখন পর্যন্ত নিরাপদে আছে। যাঁরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা প্রত্যেকেই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। তবু সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের উপ-পরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. আনিসুর রহমান। তিনি বলেন, আমাদেরকে এডিস মশা থেকে দূরে থাকতে হবে। বাসা-বাড়ির আঙ্গিনাসহ আশেপাশে স্বচ্ছ ও বদ্ধ পানিতে এডিস মশা ডিম পাড়ে। ডাবের খোসা কিংবা ফুলের টবসহ জমে থাকা পানি নেড়ে বা ফেলে দিতে হবে। এভাবে সতর্কতা অবলম্বন করলে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না।