স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার রাতে শহরের কালীবাড়ি এলাকায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি নারায়ণ চন্দ্র বণিক। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ স¤পাদক নিলেন্দ্র কর্মকার চন্দন। সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী সজল দে, ব্রজগোপাল বণিক, নির্মল বণিক, বাবলু বণিক, গোপাল বণিক।
আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। কেক কাটা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।