স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামের মো. ওয়াহিদ মিয়ার পুত্র সানোয়ার হোসেন (৩০) এবং মৃত ছুরু মিয়ার পুত্র রতন মিয়া (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে জামালগঞ্জ থানার সামনে সড়কে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবসহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃদ মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।