জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বাবুর্চি সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) বাবুর্চি সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পৌর শহরের মাদ্রাসা পয়েন্টে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাবুর্চি সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বাবুর্চি সমিতির সভাপতি শুকুর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বাবুর্চি সমিতির দ্বিতীয় উপদেষ্টা মনির উদ্দিন নুরী, সাধারণ সম্পাদক রনজিত পাল, কোষাধ্যক্ষ নিখিল রায় ও জেলা বাবুর্চি নেতা দিলদার হোসেন। এতে জগন্নাথপুর উপজেলা বাবুর্চি সমিতির কোষাধ্যক্ষ সাকের আহমদসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বাবুর্চিগণ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সভায় সর্বস্মমতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট জগন্নাথপুর উপজেলা বাবুর্চি সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।