স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জে মসজিদে একটি কাঁঠাল নিলামকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর থানায় দুটি মামলা হয়েছে। গত রোববার রাতে একটি এবং সোমবার সকালে আরেকটি মামলা হয়। দুই মামলায় আসামি করা হয়েছে ১৬৩ জনকে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে দায়ের করা মামলার বাদী হলেন হাসনাবাদ গ্রামের বাসিন্দা ফারুক আহমদ। এই মামলায় আসামি করা হয়েছে ৯৪ জনকে। গত রোববার রাতে একই গ্রামের মো. তফজ্জুল হক বাদী হয়ে করা মামলায় ৬৯ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর গ্রেপ্তারের ভয়ে দুই পক্ষের পুরুষ মানুষ গ্রামছাড়া ছিলেন। মূলত বাদী না পাওয়ার কারণেই মামলা দায়েরে দেরি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।