দিরাই প্রতিনিধি ::
দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলছেন, সকলকে ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তিকে রুখতে হবে। দেশের উন্নয়ন ও স্বাধীনতাবিরোধী অশুভ শক্তি শুধু দিরাই-শাল্লায় নয় সারাদেশব্যাপী মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা বিশ্বমানবতার নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হবে।
গতকাল রবিবার বিকেলে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি তিনি এসব কথা বলেন।
রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন রেজার সভাপতিত্বে ও রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ স¤পাদক রেজুয়ান খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক প্রদীপ রায়, সিরাজ উদ দৌল্লা তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম স¤পাদক লুৎফুর রহমান এয়র মিয়া, সাবেক সাংগঠনিক স¤পাদক এডভোকেট অভিরাম তালুকদার, মেয়র বিশ্বজিত রায়, সাবেক ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র তালুকদার, সঞ্জিত তালুকদার, পারভেজ রহমান, আলী আকবর, সূর্যলাল দাস, রামকৃষ্ণ তালুকদার, উজ্জ্বল মিয়া, সফিক মিয়া, সজিবনুর, মোকারম মিয়া প্রমুখ।