ছাতক প্রতিনিধি ::
ছাতকে ৩৯ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ জুলাই) রাতে নোয়ারাই-বালিউড়া সড়কে অভিযান চালিয়ে ৩৯ বোতল মদসহ দোয়ারাবাজার উপজেলার চাটুরপাড় গ্রামের আব্দুল সেলিমের ছেলে মো. শাওন (২৩)-কে গ্রেফতার করা হয়।
ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।