স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে সুরমা নদীতে সাঁতার কাটতে নেমে ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর রিভার ভিউ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীর নাম নাফিস আবরার (২৬)। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গ্রামে। তাঁর বাবার নাম গাউসুল আজম। শনিবার তাঁর সন্ধান মেলেনি।
পুলিশ জানায়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নাফিস আবরার ও তুষার রায় সুনামগঞ্জে তাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। শুক্রবার সন্ধ্যায় সুরমা নদীর রিভার ভিউয়ে বেড়াতে গিয়ে তারা সাঁতার কাটতে নামেন। এক পর্যায়ে নদীর স্রোতের টানে দু’জন পানিতে ভেসে যান। পরে তুষার রায়কে উদ্ধার করতে পারলেও নাফিস আরবাব নিখোঁজ হন। রাতে ফায়ার সার্ভিসের লোকজন খোঁজ করেও তার সন্ধান পায়নি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটান দাস জানান, ডুবুরি দল নাফিসের সন্ধান করছেন। নদীতে স্রোত বেশি থাকায় কিছুটা সমস্যা হচ্ছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুইজন শিক্ষার্থীর মধ্যে একজন এখনো নিখোঁজ আছেন। তাঁর সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।