1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ব্রিটেনের সব ধরনের ভিসা ফি ফের বাড়ছে

  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩

সুনামকণ্ঠ ডেস্ক ::
ব্রিটেনের ভিসার জন্য ভিসা ফি ও হেলথ সারচার্জ ২০ শতাংশ বাড়ছে। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের তীব্র ঊর্ধ্বগতির মুখে সরকারি খাতে ক্রমবর্ধমান বেতন বৃদ্ধির চাহিদার জোগান দিতেই ভিসা ও সারচার্জ ফি এক মিলয়ন পাউন্ডের বেশি বাড়ানো হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ব্রিটেনের সরকারি খাতে বেতন-ভাতা বাড়ানোর লক্ষ্যে বাড়তি অর্থের জোগান দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০১৫ সালের মার্চে যখন হেলথ সারচার্জ ফি নেওয়া শুরু করে, ব্রিটেন তখন জনপ্রতি ফি ছিল ২০০ পাউন্ড। ২০১৮ সালের ডিসেম্বরে এই ফি ৪০০ করা হয়। ২০২০ সালের ডিসেম্বরে তা আরেক দফা বেড়ে প্রাপ্তবয়স্কদের জন্য ৬২৪ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশুদের জন্য করা হয় ৪৭০ পাউন্ড।
চলতি সপ্তাহের সরকারি ঘোষণায় বলা হয়েছে, ব্রিটেনে কাজের ভিসার ক্ষেত্র ফি ১৫ শতাংশ ও অন্য সব ভিসার ফি ২০ শতাংশ বাড়ানো হবে। তবে ঠিক কবে থেকে ভিসার বর্ধিত এই ফি কার্যকর হবে, সে ব্যাপারে সরকার এখনো কিছু ¯পষ্ট করেনি।
তবে এনএইচএসের হেলথ সারচার্জ এখন প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের জন্য বেড়ে ১ হাজার ৩৫ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশুদের জন্য ৭৭৬ পাউন্ড দিতে হবে।
বর্ধিত এই ফি’র বিষয়ে লন্ডনের লেক্সপার্ট সলিসিটর্সের ব্যারিস্টার শুভাগত দে বলেন, নতুন ভিসা ও হেলথ সারচার্জ ফি বাড়ালে স্বভাবতই ব্রিটেনের ভিসাপ্রত্যাশীদের ব্যয় বাড়বে। সম্প্রতি বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসার ফিও বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com