ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে শনিবার বিকেলে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকা- জনগণের কাছে তুলে ধরতে উন্নয়ন সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের সভাপতিত্বে ও পুলক চন্দ্র দাসের সঞ্চালনায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকা- তুলে ধরে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, যুগ্ম-স¤পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক স¤পাদক জুবায়ের পাশা হিমু, এনামুল হক এনাম, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক আল আমিন খান প্রমুখ।