ছাতক প্রতিনিধি ::
ছাতকের ধারণ বাজারে জয়কলস হাইওয়ে পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধারণ বাজারে জয়কলস হাইওয়ে থানা পুলিশ অভিযান চালায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিনের উপস্থিতিতে ভারতীয় শাড়ী, কসমেটিকস, মেহেদী, সাবান, ফুচকা ও পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো- ১৫-০১৯৯) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। একই সাথে চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে মো. সুজন ও আহমদ আলী (২০)-কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মো. সুজন সুনামগঞ্জ সদর থানার ওয়েজখালির ফারুক মিয়ার পুত্র এবং আহমদ আলী সদর উপজেলার মদনপুর গ্রামের আব্দুল মনাফের পুত্র।
জয়কলস হাইওয়ে থানার ওসি মো. সেলিম জানান, প্রায় ২০লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়েছে। আসামিদের ছাতক থানা হাজতে পাঠানো হবে।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।