স্টাফ রিপোর্টার ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংগের গাঁও গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে। তাঁর স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
নিহতের স্বজনরা জানান, ৫ বছর আগে জীবিকার তাগিদে আলী হোসেন সৌদি আরবে যান। তিন মাস আগে ছুটি কাটিয়ে আবারো সৌদি আরবে যান। সেখানে তিনি কৃষি জমিতে কাজ করতেন। বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় ভিসার মেয়াদ বাড়াতে মোটরসাইকেলযোগে কপিলের নিকট যাওয়ার পথে একটি প্রাইভেটকার আলী হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।