1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

পাহাড়ি ঢলে মঙ্গলকাটা বাজার প্লাবিত : ৪শ’ দোকানঘরের ১০ লাখ টাকার ক্ষতি

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারের ৪শ দোকানঘর প্লাবিত হয়েছে। দোকানঘর ও মালামালের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহ¯পতিবার দুপুর ২টায় হঠাৎ করে পাহাড়ি ঢলে দলাই নদীর পানি উপচে উঠে মঙ্গলকাটা বাজার প্লাবিত হয়। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ৩টি দোকানঘর ভেঙে যাওয়ায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন ডা. কামাল মিয়ার ফার্মেসী, শিরো মিয়ার ক¤িপউটারের দোকান, শিরিনা বেগমের টিনের দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও দ্বিতীয় বারের মতো পাহাড়ি ঢলে মঙ্গলকাটা বাজার প্লাবিত হয়েছে। দলাই নদীরপাড়ে বন্যা প্রতিরোধক দেওয়াল (গার্ড ওয়াল) নির্মাণ করলে পাহাড়ি ঢলের হাত থেকে বাজারকে রক্ষা করা যেতো। গত বছর এলজিইডি’র উদ্যোগে ১শ ফুট গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে। এবার দলাই নদীর পাড় ভেঙেছে যেখানে গার্ডওয়াল নেই সেই স্থানে। মঙ্গলকাটা পুরো বাজার এলাকায় গার্ডওয়াল নির্মাণের দাবি ব্যবসায়ীদের।
মঙ্গলকাটা বাজারে রয়েছে রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, ফার্নিচারের দোকান, ফার্মেসি, স্বর্ণের দোকান, কম্পিউটারের দোকান, পান-সুপারির দোকান, চালের দোকান, সবজির দোকান, মোরগের বাজার, ফলের বাজার, রড-সিমেন্টের দোকান, চায়ের দোকানসহ প্রভৃতি দোকানপাট রয়েছে।
ফার্মেসি ব্যবসায়ী হাফেজ আলম বলেন, বছরে কয়েকবার পাহাড়ি ঢল আসে। তখন নিমিষেই বাজার তলিয়ে যায়। বার বার আমরা অনেক ক্ষতির শিকার হই।
স্টুডিও ব্যবসায়ী জহির আহমদ বলেন, দলাই নদীর পানি উপচে উঠে বাজার তলিয়ে যায়। এটার স্থায়ী সমাধান দরকার।
রড-সিমেন্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, পাহাড়ি ঢলে বাজার তলিয়ে যাওয়া এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে। এটার স্থায়ী সমাধান প্রয়োজন।
বাজার কমিটির সাধারণ স¤পাদক বোরহান আহমেদ বলেন, প্রতিবছর দলাই নদীরপাড় উপচে উঠে পাহাড়ি ঢলে বাজার তলিয়ে যায়। বাজার রক্ষার জন্য গত বছর এলজিইডি ১ শত ফুট গার্ডওয়াল নির্মাণ করে দিয়েছে। পুরো বাজার এলাকা গার্ডওয়াল নির্মাণের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।
বাজারের ব্যবসায়ী আব্দুর রব বলেন, প্রতি বছর কয়েক বার বাজার তলিয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। দলাই নদী উপচে উঠে পাহাড়ি ঢলে বাজার তলিয়ে যাওয়ার বিষয়টির স্থায়ীভাবে সমাধান প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com