ছাতক প্রতিনিধি ::
ছাতকের গোবিন্দগঞ্জে সিএনজি অটোরিকসা দিয়ে যাওয়ার পথে কাদা ছিটকে পড়ায় চালক ও যাত্রীকে চাকু দিয়ে আহত করেছে দুষ্কৃতকারীরা। বুধবার (১২ জুলাই) রাত আটটার দিকে গোবিন্দগঞ্জের শাহজালাল আবাসিক (দিঘলী হাজীবাড়ী) এলাকায় দক্ষিণ চাকলপাড়া গ্রামের কামাল মিয়া’র ছেলে সুমন, শুকুর আলী ও সুজনসহ আরও কয়েকজন এলোপাতাড়ি চাকু দিয়ে আহত করে যাত্রীসহ চালককে। আহত যাত্রী লোকমান ও চালক জাবেদ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গোবিন্দগঞ্জে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিএনজি অটোরিকশা চালকরা।
জানা যায়, সিএনজি অটোরিকশা দিয়ে যাত্রী লোকমান তার আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। রাস্তায় গর্ত থাকায় যাওয়ার পথে সুমন, শুকুর আলী ও সুজনের গায়ে ছিটকে কাদা লাগে। তাৎক্ষণিক সিএনজি চালক জাবেদ ক্ষমা চান। পাশাপাশি যাত্রী লোকমান গাড়ি থেকে নেমে হাতে ধরে ক্ষমা চান কিন্তু হামলাকারীরা ক্ষমা না করে গালিগালাজ করে চালককে মারধর করতে থাকে। এসময় যাত্রী লোকমানসহ আরেক যাত্রী ভয়ে দৌড়ে তাদের আত্মীয়ের বাসায় গিয়েও রক্ষা পাননি। তাদের বাসায় গিয়ে এলোপাতাড়ি চাকু দিয়ে আহত করে হামলাকারীরা।
সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (১৬৯৩) এর সাধারণ স¤পাদক সাজিদুল ইসলাম জানান, যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয় তবে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।
ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, বিষয়টা জেনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।