স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের নতুন বাসস্ট্যান্ডে ট্রাফিক বিভাগের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সদর ট্রাফিক ইন্সপেক্টর মো. হানিফ মিয়া, টিএসআই আব্দুল কাইয়ুম চৌধুরী, সদর ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. কামরান হাসান রিয়াদ।
এ সময় বক্তারা বলেন, গাড়ির কাগজপত্র সাথে রাখতে হবে। গাড়ির সিগন্যাল লাইটগুলো ঠিকঠাকমতো আছে কিনা সেদিক লক্ষ রাখতে হবে। বক্তারা বলেন, রাস্তারপাশে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখা যাবে না। একটি নির্দিষ্ট জায়গায় বাসগুলো রাখতে হবে। রাস্তায় চলন্ত অবস্থায় যাত্রী উঠানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। পরিবহন খাতের সাথে জড়িত চালকদের প্রতি মাসে গাড়ি চালানোর জন্য যে প্রশক্ষিণ দরকার সুনামগঞ্জ ট্রাফিক বিভাগ তার ব্যবস্থা করবে।
কর্মশালায় বক্তারা বলেন, চালকদের লাইসেন্স থাকাটা জরুরি। গাড়ি চালাতে হলে প্রত্যেক ড্রাইভারকে লাইসেন্স করতে হবে। সরকার লাইসেন্স পাওয়ার বিষয়টা সহজ করে দিয়েছে। প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সাথে ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালালে দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
কর্মশালায় বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সুজাউল কবির, সংগঠনের কার্যকরী সভাপতি মো. বোরহান উদ্দিন, দপ্তর স¤পাদক সুমন মিয়া, সাবেক দপ্তর স¤পাদক ইসমাইল মিয়া প্রমুখ।