দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর পাঠক ফোরাম ‘অদম্য বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন জহির উদ্দিন ও সদস্য সচিব বাসনা পাল।
কমিটি গঠনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রতিদিনের বাংলাদেশের সুনামগঞ্জ প্রতিবেদক ও ফোরামের উপদেষ্টা সাইদুর রহমান আসাদ বলেন, সৃজনশীলতা বিকাশ ও তরুণ সমাজকে মেধা ও দক্ষতায় গড়ে তুলতে কাজ করবে অদম্য বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ, দেশপ্রেম ও মানবিক সমাজ বির্নিমাণ করতেও কাজ করবে এই পাঠক ফোরাম।
পরে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে জহির উদ্দিনকে আহ্বায়ক ও বাসনা পালকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটিতে আরও দু’জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন- চাঁদনী আক্তার ও সায়মানুল ইসলাম সজিব। এছাড়াও ৭ জনকে সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন- নাহিদ আল নেওয়াজ, আলি আহনাফ অনি, তুর্য দাস, পূর্বা চৌধুরী, মৃন্ময় দাস, সোহান আহমেদ ও মাসুম বিল্লাহ। – সংবাদ বিজ্ঞপ্তি