স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের গণমানুষের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, রিকসা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাড. আলফাত উদ্দিন আহমদের (মোক্তার সাহেব) ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে তাঁর হাতেগড়া সংগঠন রিকসা শ্রমিক ইউনিয়ন ও আলফাত উদ্দিন রিকসা শ্রমিক স্মৃতি ট্রাস্ট শোক র্যালি, মরহুমের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলের আয়োজন করে।
শহরের কাজির পয়েন্ট থেকে শোকর্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আরপিননগরস্থ মরহুম অ্যাড. আলফাত উদ্দিন আহমদের (মোক্তার সাহেব) কবর জিয়ার করেন রিকসা শ্রমিক ইউনিয়নের শতাধিক সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি অ্যাড. সালেহ আহমদ, আলফাত উদ্দিন রিকসা শ্রমিক স্মৃতি ট্রাস্টের সদস্য অ্যাড. এনাম আহমদ, সহ-সভাপতি রাশেদ আলী, অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, রিকসা শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক সুবিমল চক্রবর্তী চন্দনসহ রিকসা শ্রমিক ইউনিয়নের শতাধিক সদস্য।
অপরদিকে মঙ্গলবার বিকেলে টাউন হল মসজিদে দোয়া মাহফিল এবং শিরনি বিতরণ করা হয়।