ধর্মপাশা প্রতিনিধি ::
বজ্রপাতের বিকট শব্দে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ইয়া নদীতে ধানবোঝাই ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে ওমর ফারুক (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া বজ্রাঘাতে ওই নৌকায় থাকা আরও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী, ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের ওমর ফারুক (১৫), শাহীন মিয়া (১৫) ও তার বাবা কৃষক আবুল কাশেম (৫৫) এবং কৃষক কালাচাঁন (৬৫) নিজ গ্রামের সামনে থেকে ধানবোঝাই করা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। নৌকাটি সকাল ৯টার দিকে বড়ইয়া নদীতে এলে আকস্মিক বজ্রপাত হলে বিকট শব্দে ওমর ফারুক (১৫) নৌকা থেকে নদীতে পড়ে তলিতে যায়। ওইদিন বেলা পৌনে ১২টার দিকে নদী থেকে ওমর ফারুকের লাশ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। ওমর ফারুক বাদে হরিপুর গ্রামের আলীম উদ্দিনের ছেলে এবং জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
অপরদিকে, আকস্মিক বজ্রপাতে নৌকায় থাকা অপর তিনজন আহত হন। এদের মধ্যে আবুল কাশেমকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত ছাড়াই ওই শিক্ষার্থীর লাশ গ্রহণের আবেদন করায় লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।