স্টাফ রিপোর্টার ::
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি বলেছেন, আমাদের এখন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ফসল ঘরে তোলা। খালেদা জিয়ার আমলে আমরা দেখেছি সার চাইতে গিয়ে গুলি খেতে হয়েছে কৃষকের। আজকে লক্ষ লক্ষ টাকা সারে ভর্তুকি দেন প্রধানমন্ত্রী। আপনাদের সুনামগঞ্জের উপর বাংলাদেশ নির্ভরশীল। ভবিষ্যতে যেন আরও বেশি ফসল ফলতে পারে সেইদিকে প্রধানমন্ত্রী কাজ করবেন এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনেও পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হবেন।
বুধবার (১৯ এপ্রিল) সকালে শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রাম সংলগ্ন দেখার হাওরে এই ধান কাটার মধ্য দিয়ে এবছরের ধান কাটা উৎসবের উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী আরও বলেন, সাংবাদিক ভাইয়েরা আমার কাছে একটি অভিযোগ করেছেন। সাংবাদিকরা সমাজের দর্পণ, আমি নিজেও লেখালেখিতে ছিলাম একটি পত্রিকার উপদেষ্টা স¤পাদকের দায়িত্বে ছিলাম। আমি উপমন্ত্রী এটার আমার স্থায়ী পদ নয়, আমার স্থায়ী পদ হচ্ছে আমি আওয়ামী লীগের একজন কর্মী, একেবারে তৃণমূল থেকে আমাকে গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়ে এসেছেন। সুতরাং আমরা সাংবাদিক ভাইদের সঠিক তথ্যের উপর অনেক ক্ষেত্রে নির্ভরশীল। আপনারা যে অভিযোগ দিয়ছেন প্রকৌশলীর বিরুদ্ধে সাংবাদিকদের টাকা দেয়ার, আমি ইতিমধ্যেই এডিজি সাহেবকে বলেছি এবং এটির সুষ্ঠু তদন্ত করবেন এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে।