দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দিন তৃণমূল পর্যায়ে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা অ্যাওয়ার্ড লাভ করেছেন। জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগ বুধবার বিকেলে রাজধানীর বিজয় নগরস্থ একটি হোটেলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক রেদওয়ান খান বোরহান।
পরিষদের সভাপতি হোসেন রব্বানীর সভাপতিত্বে ও সাংবাদিক সাকির আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, মঞ্জুরুল আলম টিপু, এসএম নজরুল ইসলাম, এসএম সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে সমাজসেবায় তৃণমূল পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দিনের হাতে মাদার তেরেসা পদক তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জল ইসলাম।